সংবাদ শীর্ষ কী । What Is News Lead


সংবাদ
শীর্ষ কী News Lead

সংবাদ শীর্ষ বা News lead হচ্ছে সংবাদের নেতৃত্বদানকারী তথ্য বা মূল তথ্য। একে বাংলায় সংবাদ সূচনাও বলা হয়ে থাকে। কেউ কেউ একে ইন্ট্রোও বলে থাকেন।

ইন্ট্রো (Intro) শব্দটি ইন্ট্রোডাকশান (Introduction) শব্দ থেকে এসেছে। এক অর্থে একে সংবাদের ভূমিকাও বলা যায়।

কোন সংবাদ পরিবেশনের সময় শুরুতে যে তথ্যগুলো দেওয়া হয় তাই ইন্ট্রো বা লিড। সাধারণত এসব তথ্য সংবাদের শুরুতে একটি স্বতন্ত্র অনুচ্ছেদে উল্লেখ করা হয়। তবে মাঝে মাঝে দ্বিতীয় অনুচ্ছেদেও সংবাদ শীর্ষের অংশ থাকতে পারে।

সংবাদ শীর্ষ সম্পর্কে ম্যালভিন ম্যাঞ্চার তার নিউজ রাইটিং এন্ড রিপোর্টিং বইয়ে উল্লেখ করেন,

‘The lead the reader gives the sense of the story to follow ’

সংবাদ শীর্ষ মূলত পাঠককে সংবাদে আহবান করে। অংশে সংবাদের একটা সারসংক্ষেপ উল্লেখ থাকে। একটা সুন্দর সংবাদ শীর্ষ পুরো সংবাদের সৌন্দর্যের বাহক। বলা হয়ে থাকে, সংবাদ শীর্ষই পারে একজন পাঠককে পুরো সংবাদ পড়ার ক্ষেত্রে আগ্রহ তৈরী করতে।

সংবাদ সূচনা একটা বাড়ির বারান্দার মতো। সুন্দর বারান্দা যেমন অতিথিকে আকর্ষণ করতে সক্ষম তেমন একটি সংবাদ শীর্ষও পাঠককে সংবাদের প্রতি আগ্রহী করে তোলে।

সংবাদশীর্ষ বিভিন্ন উদ্দেশ্যে লেখা হয়। যেমন, সংবাদ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া, সংবাদের প্রতি পাঠকের আগ্রহ তৈরী করা, পাঠকের সময় বাচানো, সংবাদ সম্পর্কে পাঠকের কৌতুহল তৈরী করা, সংবাদ প্রতিবেদন রচনার জটিলতা দূর করা ইত্যাদি।

শুধু পাঠক নয় বরং কোন পত্রিকা হাউজেও ভাল সংবাদ শীর্ষের অনেক গুরুত্ব। যে যত সুন্দর শীর্ষ লিখতে পারে তার সংবাদও ততই সুন্দর হয়।

সংবাদ শীর্ষে সাজানোর তথ্যের মত করে পুরো সংবাদ লেখা সম্ভব। এমনকি আরো বেশি তথ্য সংযুক্ত করাও সম্ভব। এছাড়া, সাব এডিটর সংবাদ শীর্ষ পড়েও অনেক সময় সংবাদের গুরুত্ব বুঝে ফেলতে পারেন। এতে অনেক সময় কোন সংবাদটি পত্রিকায় ছাপবে, কোনটি ছাপবেনা তার সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায়।

সংবাদ শীর্ষে যেসব বৈশিষ্ট থাকা আবশ্যক

১। কম শব্দে প্রাসঙ্গিক তথ্যের সমন্বয়

২। মূল বিষয়ের সাথে সর্বোচ্চ সঙ্গতিপূর্ণ

৩। বাস্তব সত্য তথ্যের সমন্বয়ে পরিপূর্ণ

৪। পাঠকের সব জিজ্ঞাসার উত্তর থাকা আবশ্যক

৫। তীক্ষ্ণ সরাসরি বাক্যের মাধ্যমে সংবাদ সাজানো যা পাঠককে মুহুর্তেই আকর্ষণ করবে

৬। সুবিধাজনক কাঠামোতে সাজানো

৭। অবশ্যই শব্দের ব্যবহারে মিতব্য্যনীতি অবলম্বন করতে হবে

তথ্যসূত্র :

1. News Reporting and Writing – Melvin Mencher
2.
রিপোর্টিং শুধাংশু শেখর রায়
3.
সাংবাদিকতার ধারণা কৌশল অলিউর রহমান

No comments

Powered by Blogger.