সংবাদ কী? What Is News?

সংবাদ কী ? What is News

বস্তুত সংবাদকে কোন সুনির্দিষ্ট ব্যাখ্যায় আবদ্ধ কিংবা সংজ্ঞায় সীমাবদ্ধ করার সুযোগ কম। কেননা সময়ের পরিক্রমায় সংবাদের মানদন্ড কাঠামো পরিবর্তিত হয়েছে।

তা সত্ত্বেও সংবাদের বিভিন্ন সংজ্ঞা পরিভাষা সমাজে প্রচলিত আছে। বিভিন্ন তাত্ত্বিক সাংবাদিকগণ সংবাদের নানা ধরনের সংজ্ঞা দিয়েছেন। এসবের মাধ্যমে আমরা সংবাদের একটা প্রাথমিক ধারণা দাঁড় করাতে পারি। সেটি হলো, মানুষকে কেন্দ্র করে, মানুষকে উপজীব্য করে এবং মানুষের প্রয়োজনে কোন মাধ্যমে যা প্রকাশিত প্রচারিত হবে তাই সংবাদ।

বিশেষজ্ঞের সংজ্ঞা :

জন কার্ডুনি বলেছেন, সংবাদ= ঘটনা+মানুষ+পাঠকের আগ্রহ

অর্থাৎ যেকোন সংবাদের মূল কেন্দ্রবিন্দু হবে মানুষ।

তবে বিভিন্ন সংবাদের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। যেমন

আর পার্থ সারথী বলেছেন, সচরাচর যা ঘটেনা তাই সংবাদ,

প্রফেসর উইলিয়াম যে ব্লেয়ার বলেন, ব্যাপকসংখ্যক মানুষকে আকৃষ্ট করে এমন আশু, আকর্ষণীয়, সময়োপযোগী তথ্য পরিবেশনা হচ্ছে সংবাদ।

Melvin Mencher বলেন, সাধারণ ঘটনা প্রবাহের মাঝে স্বাভাবিকতা ক্ষুন্নকারী, ব্যতিক্রমি অপ্রত্যাশিত ঘটনার তথ্যবিবরণী হলো সংবাদ

জন চ্যান্সেলর বলেন, সংবাদ হলো দ্বন্ধ পরিবর্তনের এক সময়ানুক্রমিক সত্যনিষ্ঠ তথ্য বিবরণী।

টার্নার ক্যাটলেজ বলেন, সংবাদ হচ্ছে এমন কিছু আজ যা আপনি খুঁজে পেলেন যা আপনার আগে জানা ছিলো না।

চার্লস ডানা বলেন, স্পমাজের ব্যাপক সংখ্যক মানুষের আগ্রহ সৃষ্টি করে এমন সবকিছুই সংবাদ।,

থমসন ফাউন্ডেশনের মতে,সংবাদ কখনোই সহজে উদঘাটিত হয় না, সংবাদ হলো এমন কিছু যা মানুষ লুকাতে চায়।

আর ম্যাকব্রাইড কমিশনের মতে, ঘুধুমাত্র ঘটনার প্রতিবেদন নয়, উন্নয়নমূলক প্রতিবেদনও সংবাদ।

এসব সংজ্ঞা বিশ্লেষণ করলে সংবাদের কিছু বৈশিষ্ট পাওয়া যায়। সেগুলো হলো-

.সংবাদহবে নতুন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে।

. ব্যতিক্রমি বা অস্বাভাবিক কোন ঘটনার আলোকে সংবাদ রচিত হবে।

. সংবাদের বিষয় হবে জনস্বার্থ বিষয়ক

. তাৎক্ষণিক সময়োপযোগী বিষয় নিয়ে সংবাদ ছাপা হবে।

. সত্য নির্ভুল তথ্যসমৃদ্ধ বর্ণনা

. ব্যাপক মানুষকে আকৃষ্ট করে এমন বিষয়

. উন্নয়ন বা অগ্রগতিমূলক কোন বর্ণনা

. অবশ্যই প্রকাশযোগ্য বিষয় হতে হবে।

. নীতি-বিধি আইনসিদ্ধ বিষয় হতে হবে।

১০. সংবাদহবে জনরুচিসম্পন্ন

সর্বোপরি সংবাদহলো মানুষ যা ভাবে দেখে, যা নিয়ে আলোচলা করে। যে বিষয়টি সম্পতি ঘটেছে এবং যার উপর মানুষের আগ্রহ আছে। তবে, প্রকাশিত বা প্রকাশযোগ্য এসব সংবাদ অবশ্যই উপোরোক্ত বৈশিষ্টের আলোকে হতে হবে।

তথ্যসূত্র :

1. News Reporting and Writing – Melvin Mencher
2.
রিপোর্টিং শুধাংশু শেখর রায়
3.
সাংবাদিকতার ধারণা কৌশল অলিউর রহমান

No comments

Powered by Blogger.