সালাতের আরকান কয়টি ও কি ক (অনার্স পরিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়-২০১৯)
How many Arakans are there in “Salat” and what are those?
উত্তর : সালাতের আরকান সাতটি । নামাজের ভেতরে ও বাইরে কিছু অবশ্য পালনীয় বিষয় রয়েছে, যেগুলো ঠিকমতো পালন না করলে নামাজ শুদ্ধ হবে না।
উত্তর : সালাতের আরকান সাতটি । নামাজের ভেতরে ও বাইরে কিছু অবশ্য পালনীয় বিষয় রয়েছে, যেগুলো ঠিকমতো পালন না করলে নামাজ শুদ্ধ হবে না।
নামাজ শুরুর আগে সাতটি কাজ পালন করা আবশ্যক। সেগুলোকে নামাজের আরকান বলা হয়। সেগুলো হলো-
১. শরীর পাক হওয়া : এজন্য অজুর দরকার হলে অজু বা তায়াম্মুম করতে হবে, গোসলের প্রয়োজন হলে গোসল বা তায়াম্মুম করতে হবে।
২. কাপড় পাক হওয়া : পরনের জামা, পাজামা, লুঙ্গি, টুপি, শাড়ি ইত্যাদি পাক পবিত্র হতে হবে।
৩. নামাজের জায়গা পাক হওয়া : অর্থাৎ নামাজির দুই পা, দুই হাঁটু, দুই হাত ও সিজদার স্থান পাক হওয়া।
৪. ছতর বা শরীর ঢাকা : পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং মহিলাদের দুই হাতের কব্জি, পদদ্বয় এবং মুখমণ্ডল ব্যতীত সমস্ত দেহ ঢেকে রাখা।
৫. কিবলামুখী হওয়া : কিবলা মানে কাবার দিকে মুখ করে নামাজ পড়া।
৬. ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া : প্রত্যেক ওয়াক্তের নামাজ সময়মতো আদায় করতে হবে।
৭. নামাজের নিয়ত করা : নামাজ আদায়ের জন্য সেই ওয়াক্তের নামাজের নিয়ত করা আবশ্যক।
This comment has been removed by a blog administrator.
ReplyDelete