সালাতের আরকান কয়টি ও কি ক (অনার্স পরিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়-২০১৯)

How many Arakans are there in “Salat” and what are those?
উত্তর : সালাতের আরকান সাতটি নামাজের ভেতরে বাইরে কিছু অবশ্য পালনীয় বিষয় রয়েছে, যেগুলো ঠিকমতো পালন না করলে নামাজ শুদ্ধ হবে না
নামাজ শুরুর আগে সাতটি কাজ পালন করা আবশ্যক সেগুলোকে নামাজের আরকান বলা হয় সেগুলো হলো-
. শরীর পাক হওয়া : এজন্য অজুর দরকার হলে অজু বা তায়াম্মুম করতে হবে, গোসলের প্রয়োজন হলে গোসল বা তায়াম্মুম করতে হবে
. কাপড় পাক হওয়া : পরনের জামা, পাজামা, লুঙ্গি, টুপি, শাড়ি ইত্যাদি পাক পবিত্র হতে হবে
. নামাজের জায়গা পাক হওয়া : অর্থাৎ নামাজির দুই পা, দুই হাঁটু, দুই হাত সিজদার স্থান পাক হওয়া
. ছতর বা শরীর ঢাকা : পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং মহিলাদের দুই হাতের কব্জি, পদদ্বয় এবং মুখমণ্ডল ব্যতীত সমস্ত দেহ ঢেকে রাখা
. কিবলামুখী হওয়া : কিবলা মানে কাবার দিকে মুখ করে নামাজ পড়া
. ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া : প্রত্যেক ওয়াক্তের নামাজ সময়মতো আদায় করতে হবে
. নামাজের নিয়ত করা : নামাজ আদায়ের জন্য সেই ওয়াক্তের নামাজের নিয়ত করা আবশ্যক

1 comment:

Powered by Blogger.