সংবাদে ছবি সম্পাদনা । সংবাদ ছবি প্রকাশ উপযুক্ত করার কৌশল Photo editing in the news. Strategies to make news pictures appropriate
ছবি সম্পাদনা । সংবাদ ছবি প্রকাশ উপযুক্ত করার কৌশল
ছবি সম্পাদনা সংবাদ ছবি প্রকাশ উপযুক্ত করার কৌশল
ছবি মানুষকে আকর্ষণ করে । ভালো লাগা ছাড়াও মানুষের কাছে ছবির ব্যবহারিক মূল্য আছে । হাজারটি শব্দের চেয়ে একটি ছবি বেশি শক্তিশালী । খবরের কাগজে ফটো সম্পাদনা করেন ফটো সম্পাদক , নয়তো বার্তা সম্পাদক । আমাদের দেশে এ কাজ করেন প্রধানত বার্তা সম্পাদক ।
ছবি সম্পাদনা
অনেক
কিছুরই
সংজ্ঞা
দেওয়া
যায়
না
তবে
বোঝানো
যায়
।
ফটো
সম্পাদনা
সম্পর্কে
কথাটি
খাটে
।
মোটামুটি
ভাবে
বলতে
গেলে
, একটি
সংবাদপত্রের নীতির
দিকে
লক্ষ্য
রেখে
কোন
ফটোর
সংবাদ
মূল্য
বিকশিত
করার
জন্য
ছবি
বাছাই
করা
, ছাঁটাই
করা,
ও
ছোট-বড়
করাকে ছবি সম্পাদনা বলে ।
সম্পদনা
করা
হয়
ছবিকে
বিশেষ
আকারে
আনার
জন্য
, ছবির
বক্তব্য
বলিষ্ট
করার
জন্য
ও
ছবিকে
সুন্দর
করার
জন্য
।
সংবাদের
ছবি
তিন
ধরনের
হয়ে
থাকে
।
নিউজ
ডেস্বে
আসা
সমস্ত
ছবিকে
তিনটি
শ্রেণীতে
ভাগ
করা
যায়
।
যথা-
১.
আগে
থেকে
ধারণা
করা
যায়
এমন
ছবি
বা
পরিকল্পিত
ছবি
২.
প্রত্যাশিত
ছবি
৩.
নিউজ
সার্ভিস
ও
অন্যান্য
সংগঠনের
দেওয়া
ছবি
১. পরিকল্পিত ছবি
প্রেস
কনফারেন্স,
জনসভা
, রাজনৈতিক
অনুষ্ঠান,
সামাজিক
অনুষ্ঠান
সাংস্কৃতিক
অনুষ্ঠান
, বিভিন্ন
দিবস
উদযাপনের
অনুষ্ঠান,
আলোচনা
সভা
, সেমিনার
ও
খেলার
ছবি
ইত্যাদি
।
আগে
থেকে
আমরা
জানি
এমন
সব
ঘটনার
ছবি
।
২. অপ্রত্যাশিত ছবি
দুর্ঘটনা
,প্রাকৃতিক
দুর্যোগ,
বিশিষ্ট
ব্যক্তির
আকস্মিক
মৃত্যু
,হত্যা
,আত্মহত্যা
ইত্যাদি
।
আমাদের
জানান
না
দিয়ে
যেসব
ঘটনা
ঘটে
সব
ছবি
৩. নিউজ সার্ভিসের ছবি
এগুলো
প্রধানত
বিদেশি
ঘটনার
ছবি
।
সাধারণত
ছবিগুলো
বড়
আকারে
আসে
যাতে
পছন্দমত
সম্পাদনার
সুযোগ
থাকে
।
ছবি সম্পাদনা
সংবাদে ছবির প্রয়োজনীয়তা
১. অতুলনীয় শক্তি
হাজারটি
শব্দের
চেয়ে
একটি
ছবি
শক্তিশালী
।
১৯৭০
সালের
সাইক্লোনের
প্রলয়ংকরী
ও
বীভৎস
রূপ
চিত্র
ছাড়া
মানুষের
কাছে
বিশ্বাসযোগ্য হত
না
।যা
আজো
অমর
হয়ে
আছে
।
৩. সংবাদপত্রের অঙ্গসজ্জা
আমরা
প্রতিদিন
অজস্র
সংবাদ
পড়ে
থাকি
।
সেটা
দৈনিক
সাপ্তাহিক
যাই
হোক
না
কেন
।
সেসব
সংবাদপত্রে
সংবাদ
বিজ্ঞাপন
ও
অন্যান্য
বিষয়
ছাড়াও
পাতায়
একটা
বিরাট
অংশ
জুড়ে
থাকে
ছবি
বা
ফটোগ্রাফ
।
সংবাদপত্রের অঙ্গসজ্জার
জন্য
যেসব
মুদ্রণযোগ্য হাতিয়ার
ব্যবহার
করা
হয়
সেই
হাতিয়ার
সমূহের
মধ্যে
অন্যতম
একটি
হচ্ছে
ছবি
।
৩. শিল্পকলা
ফটো
সম্পাদনা
আজকাল
কমন
একটি
শিল্পকলায়
পরিণত
হয়েছে
যা
স্বতন্ত্র
বৈশিষ্ট্যমণ্ডিত ।
হয়তো
একটি
নির্দিষ্ট
বিষয়ে
অনেক
ছবি
তোলা
হয়ে
থাকে
।
তার
মধ্যে
একটি
মাত্র
ছবিতে
বিষয়
বস্তুর
অন্তর্নিহিত বানী
নিহিত
।
৪. বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি
ছবি
হচ্ছে
ঘটনার
পরিচিতি
।
ছবি
কোন
ঘটনার
বক্তব্যকে
আরো
পরিষ্কার
করে
।
দর্শক
কোন
ছবির
সঙ্গে
একাত্মতাবোধ করে
।
তাই
ছবি
বিশ্বাসযোগ্যতা কে
বাড়ায়
।
৫. দর্শকের চোখ ও মনকে স্বস্তি দিতে
সংবাদপত্রের ছবি
পাঠক
তথা
দর্শকের
চোখ
মনকে
শাস্তি
দেয়
।
ছবি
সংবাদপত্রে
অজস্র
সংবাদ
বিজ্ঞাপন
ও
অন্যান্য
লেখার
একঘেয়েমিতা দূর
করে
।
পাঠকের
পত্রিকা
পাঠে
উৎফুল্লতা
বাড়ায়
।
সংবাদ ছবি প্রকাশ উপযুক্ত করার কৌশল
১. বাছাই করা
ফটো
সম্পাদনা
শুরুতে
প্রথম
কাজ
হলো
ছবি
বাছাই
করা
।
সংবাদপত্রের ছবি
বা
চিত্র
সম্পাদকের
কাছে
প্রতিদিন
প্রচুর
পরিমাণে
ছবি
আসে
।
নানা
বিষয়ে
বিভিন্ন
ছবির
মধ্যে
কয়েকটি
মাত্র
ছবি
নির্বাচন
করা
হয়
।
আমাদের
দেশে
বার্তা
সম্পাদকই
সংবাদপত্রের ছবি
বাছাই
করে
থাকেন
।
২. সম্পাদকীয় নীতি অনুসরণ
ছবি
সম্পাদনের
ক্ষেত্রে
সম্পাদকীয়
নীতি
অনুসরণ
করতে
হয়
।
বীভৎস
ও
বিকৃত
লাশের
ছবি
একটি
কাগজের
সম্পাদকীয়
নীতি
হতে
পারে
না
।
তাই
ছবি
সম্পাদনের
বেলায়
সম্পাদকীয়
নীতি
মনে
রাখতে
হবে
।
৩. মানদণ্ড খুঁজে বের করা
ছবির
মধ্যে
এমন
কতগুলো
বিষয়গত
সাধারণ
উপাদান
আছে
যা
ছবিকে
আকর্ষণীয়
করে
তোলে
।
একটি
ছবি
যাতে
অনেক
পত্রিকার
পাতায়
স্থান
না
দেওয়া
হয়
সে
দিকে
খেয়াল
রাখা
জরুরী
।
আমরা
যদি
ছবি
সম্পাদনার
সময়
সেই
উপাদান
গুলোর
দিকে
নজর
রাখি
তাহলে
কাছে
সুবিধা
হবে
।
৪. সংবাদ মূল্য
সংবাদ
চিত্রের
বৈশিষ্ট্য
তাঁর
সংবাদমূল্য
।
তথ্য
সেখানে
বড়
।
বিষয়
নির্ভরতাই
তার
গুণ
।
পাঠকের
সংবাদ
ক্ষুধা
মেটানোর
তার
লক্ষ্য
।
চন্দ্রপৃষ্ঠে মানুষের
অবতরণ
, এভারেস্টের
শিখরে
তেনজিং
এর
যে
কোন
ফটো
দেখলেই
মনে
হয়
যেন
আমি
ওখানে
ছিলাম
।
৫. গতিময়তা
ছবিতে
থাকবে
গতিময়তার
প্রাণ
।
ছবিগুলো
দেখলেই
বুঝা
যায়,অপ্রত্যাশিত কিছু
একটা
ঘটছে
।
কোন
ছবিতে
গতি
এনেছে
ছুটন্ত
মানুষ
।
কোন
ছবিতে
অপ্রত্যাশিত পরিস্থিতির
ভাবব্যঞ্চনা, কোন ছবিতে অস্বাভাবিক
অবস্থার
শিহরণ
।
৬. প্রাসঙ্গিক
ছবি
রিপোর্ট
এর
উপর
ভিত্তি
করে
বাছাই
করতে
হবে
।
যেমন
– শহরের বস্তি
জীবন
সম্পর্কে
একটি
রিপোর্ট
প্রকাশিত
হবে
কাগজে
।
এই
প্রসঙ্গে
ছবির
বিষয়
হবে
আকাশের
নিচে
রান্না
,জলাবদ্ধ
প্রবেশপথ,
খাবার
পানির
জন্য
টিউবওয়েলের
সামনে
ভিড়
ইত্যাদি
ছবি
।
৭. মানবিক আবেদন
মানবিক
আবেদন
ছবির
একটি
অন্যতম
উপাদান
।
ঝড়ের
ধ্বংস
ও
তান্ডব
লীলার
পটভূমিতে
ছবি
এক
ধরনের
মানবিক
আবেদন
তৈরি
করে
।
৮. ছাঁটাই
ছবি
বাছাইয়ের
পর
ছাঁটাই
করা
হয়ে
থাকে
।
ছবি
সম্পাদনার
অন্যতম
উপায়
হলো
যে
অপ্রয়োজনীয় অংশ
বাদ
দেওয়া
।
অপ্রয়োজনীয় অংশ
বাদ
দিয়ে
প্রধান
বিষয়কে
গুরুত্ব
দেওয়াই
হল
ছাঁটাইয়ের
মূল
কথা
।
ছবির
ভাবব্যঞ্চনা যথাযথভাবে
প্রকাশ
করার
ব্যাপারটি
আকারের
ওপর
কিছুটা
নির্ভরশীল
।যেমন
– প্রাকৃতিক দুর্যোগ,
বিরাট
জনসভা,
ভয়াবহ
দুর্ঘটনা
এইসব
বিষয়
বড়
সাইজ
এর
ছবি
ছাড়া
আকর্ষণীয়
হয়
না
।
ক্যানভাস
ব্যাপক
হলে.
পরিপ্রেক্ষিত বড়
হলে
ছোট
সাইজের
ছবিতে
বিষয়
না
হবে
সহজবোধ্য
, না
হবে
স্পষ্ট
।
৯. ছবির ক্যাপশন লিখন
সংবাদপত্রে প্রকাশিত কোন আলোকচিত্রের পরিচিতিকেই ক্যাপশন বলে । তবে শুধু একটা পরিচিতি দেওয়াই ক্যাপশন লেখার মূল কথা নয় ।ক্যাপশন যতদুর সম্ভব চিত্রাকর্ষক করে লেখা প্রয়োজন । দুর্বল ক্যাপশনের জন্য সবল ছবিও মাঠে মারা যায় ।
No comments