সংবাদে ছবি সম্পাদনা । সংবাদ ছবি প্রকাশ উপযুক্ত করার কৌশল Photo editing in the news. Strategies to make news pictures appropriate

ছবি সম্পাদনা সংবাদ ছবি প্রকাশ উপযুক্ত করার কৌশল

ছবি সম্পাদনা সংবাদ ছবি প্রকাশ উপযুক্ত করার কৌশল

ছবি মানুষকে আকর্ষণ করে ভালো লাগা ছাড়াও মানুষের কাছে ছবির ব্যবহারিক মূল্য আছে হাজারটি শব্দের চেয়ে একটি ছবি বেশি শক্তিশালী খবরের কাগজে ফটো সম্পাদনা করেন ফটো সম্পাদক , নয়তো বার্তা সম্পাদক আমাদের দেশে কাজ করেন প্রধানত বার্তা সম্পাদক

ছবি সম্পাদনা

অনেক কিছুরই সংজ্ঞা দেওয়া যায় না তবে বোঝানো যায় ফটো সম্পাদনা সম্পর্কে কথাটি খাটে মোটামুটি ভাবে বলতে গেলে , একটি সংবাদপত্রের নীতির দিকে লক্ষ্য রেখে কোন ফটোর সংবাদ মূল্য বিকশিত করার জন্য ছবি বাছাই করা , ছাঁটাই করা, ছোট-বড় করাকে ছবি সম্পাদনা বলে সম্পদনা করা হয় ছবিকে বিশেষ আকারে আনার জন্য , ছবির বক্তব্য বলিষ্ট করার জন্য ছবিকে সুন্দর করার জন্য

সংবাদের ছবি তিন ধরনের হয়ে থাকে নিউজ ডেস্বে আসা সমস্ত ছবিকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায় যথা-

. আগে থেকে ধারণা করা যায় এমন ছবি বা পরিকল্পিত ছবি

. প্রত্যাশিত ছবি

. নিউজ সার্ভিস অন্যান্য সংগঠনের দেওয়া ছবি

. পরিকল্পিত ছবি

প্রেস কনফারেন্স, জনসভা , রাজনৈতিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান , বিভিন্ন দিবস উদযাপনের অনুষ্ঠান, আলোচনা সভা , সেমিনার খেলার ছবি ইত্যাদি আগে থেকে আমরা জানি এমন সব ঘটনার ছবি

. অপ্রত্যাশিত ছবি

দুর্ঘটনা ,প্রাকৃতিক দুর্যোগ, বিশিষ্ট ব্যক্তির আকস্মিক মৃত্যু ,হত্যা ,আত্মহত্যা ইত্যাদি আমাদের জানান না দিয়ে যেসব ঘটনা ঘটে সব ছবি

. নিউজ সার্ভিসের ছবি

এগুলো প্রধানত বিদেশি ঘটনার ছবি সাধারণত ছবিগুলো বড় আকারে আসে যাতে পছন্দমত সম্পাদনার সুযোগ থাকে

ছবি সম্পাদনা

সংবাদে ছবির প্রয়োজনীয়তা

. অতুলনীয় শক্তি

হাজারটি শব্দের চেয়ে একটি ছবি শক্তিশালী ১৯৭০ সালের সাইক্লোনের প্রলয়ংকরী বীভৎস রূপ চিত্র ছাড়া মানুষের কাছে বিশ্বাসযোগ্য হত না ।যা আজো অমর হয়ে আছে

. সংবাদপত্রের অঙ্গসজ্জা

আমরা প্রতিদিন অজস্র সংবাদ পড়ে থাকি সেটা দৈনিক সাপ্তাহিক যাই হোক না কেন সেসব সংবাদপত্রে সংবাদ বিজ্ঞাপন অন্যান্য বিষয় ছাড়াও পাতায় একটা বিরাট অংশ জুড়ে থাকে ছবি বা ফটোগ্রাফ সংবাদপত্রের অঙ্গসজ্জার জন্য যেসব মুদ্রণযোগ্য হাতিয়ার ব্যবহার করা হয় সেই হাতিয়ার সমূহের মধ্যে অন্যতম একটি হচ্ছে ছবি

. শিল্পকলা

ফটো সম্পাদনা আজকাল কমন একটি শিল্পকলায় পরিণত হয়েছে যা স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত হয়তো একটি নির্দিষ্ট বিষয়ে অনেক ছবি তোলা হয়ে থাকে তার মধ্যে একটি মাত্র ছবিতে বিষয় বস্তুর অন্তর্নিহিত বানী নিহিত

. বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি

ছবি হচ্ছে ঘটনার পরিচিতি ছবি কোন ঘটনার বক্তব্যকে আরো পরিষ্কার করে দর্শক কোন ছবির সঙ্গে একাত্মতাবোধ করে তাই ছবি বিশ্বাসযোগ্যতা কে বাড়ায়

. দর্শকের চোখ মনকে স্বস্তি দিতে

সংবাদপত্রের ছবি পাঠক তথা দর্শকের চোখ মনকে শাস্তি দেয় ছবি সংবাদপত্রে অজস্র সংবাদ বিজ্ঞাপন অন্যান্য লেখার একঘেয়েমিতা দূর করে পাঠকের পত্রিকা পাঠে উৎফুল্লতা বাড়ায়

সংবাদ ছবি প্রকাশ উপযুক্ত করার কৌশল

. বাছাই করা

ফটো সম্পাদনা শুরুতে প্রথম কাজ হলো ছবি বাছাই করা সংবাদপত্রের ছবি বা চিত্র সম্পাদকের কাছে প্রতিদিন প্রচুর পরিমাণে ছবি আসে নানা বিষয়ে বিভিন্ন ছবির মধ্যে কয়েকটি মাত্র ছবি নির্বাচন করা হয় আমাদের দেশে বার্তা সম্পাদকই সংবাদপত্রের ছবি বাছাই করে থাকেন

. সম্পাদকীয় নীতি অনুসরণ

ছবি সম্পাদনের ক্ষেত্রে সম্পাদকীয় নীতি অনুসরণ করতে হয় বীভৎস বিকৃত লাশের ছবি একটি কাগজের সম্পাদকীয় নীতি হতে পারে না তাই ছবি সম্পাদনের বেলায় সম্পাদকীয় নীতি মনে রাখতে হবে

. মানদণ্ড খুঁজে বের করা

ছবির মধ্যে এমন কতগুলো বিষয়গত সাধারণ উপাদান আছে যা ছবিকে আকর্ষণীয় করে তোলে একটি ছবি যাতে অনেক পত্রিকার পাতায় স্থান না দেওয়া হয় সে দিকে খেয়াল রাখা জরুরী আমরা যদি ছবি সম্পাদনার সময় সেই উপাদান গুলোর দিকে নজর রাখি তাহলে কাছে সুবিধা হবে

. সংবাদ মূল্য

সংবাদ চিত্রের বৈশিষ্ট্য তাঁর সংবাদমূল্য তথ্য সেখানে বড় বিষয় নির্ভরতাই তার গুণ পাঠকের সংবাদ ক্ষুধা মেটানোর তার লক্ষ্য চন্দ্রপৃষ্ঠে মানুষের অবতরণ , এভারেস্টের শিখরে তেনজিং এর যে কোন ফটো দেখলেই মনে হয় যেন আমি ওখানে ছিলাম

. গতিময়তা

ছবিতে থাকবে গতিময়তার প্রাণ ছবিগুলো দেখলেই বুঝা যায়,অপ্রত্যাশিত কিছু একটা ঘটছে কোন ছবিতে গতি এনেছে ছুটন্ত মানুষ কোন ছবিতে অপ্রত্যাশিত পরিস্থিতির ভাবব্যঞ্চনা, কোন ছবিতে অস্বাভাবিক অবস্থার শিহরণ

. প্রাসঙ্গিক

ছবি রিপোর্ট এর উপর ভিত্তি করে বাছাই করতে হবে যেমন শহরের বস্তি জীবন সম্পর্কে একটি রিপোর্ট প্রকাশিত হবে কাগজে এই প্রসঙ্গে ছবির বিষয় হবে আকাশের নিচে রান্না ,জলাবদ্ধ প্রবেশপথ, খাবার পানির জন্য টিউবওয়েলের সামনে ভিড় ইত্যাদি ছবি

মানবিক আবেদন

মানবিক আবেদন ছবির একটি অন্যতম উপাদান ঝড়ের ধ্বংস তান্ডব লীলার পটভূমিতে ছবি এক ধরনের মানবিক আবেদন তৈরি করে

. ছাঁটাই

ছবি বাছাইয়ের পর ছাঁটাই করা হয়ে থাকে ছবি সম্পাদনার অন্যতম উপায় হলো যে অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে প্রধান বিষয়কে গুরুত্ব দেওয়াই হল ছাঁটাইয়ের মূল কথা ছবির ভাবব্যঞ্চনা যথাযথভাবে প্রকাশ করার ব্যাপারটি আকারের ওপর কিছুটা নির্ভরশীল ।যেমন প্রাকৃতিক দুর্যোগ, বিরাট জনসভা, ভয়াবহ দুর্ঘটনা এইসব বিষয় বড় সাইজ এর ছবি ছাড়া আকর্ষণীয় হয় না ক্যানভাস ব্যাপক হলে. পরিপ্রেক্ষিত বড় হলে ছোট সাইজের ছবিতে বিষয় না হবে সহজবোধ্য , না হবে স্পষ্ট

. ছবির ক্যাপশন লিখন

সংবাদপত্রে প্রকাশিত কোন আলোকচিত্রের পরিচিতিকেই ক্যাপশন বলে তবে শুধু একটা পরিচিতি দেওয়াই ক্যাপশন লেখার মূল কথা নয় ।ক্যাপশন যতদুর সম্ভব চিত্রাকর্ষক করে লেখা প্রয়োজন দুর্বল ক্যাপশনের জন্য সবল ছবিও মাঠে মারা যায়

No comments

Powered by Blogger.