অনুসন্ধানী সাংবাদিকতা কি?
অনুসন্ধানী সাংবাদিকতা কী What is Investigative
Reporting
আধুনিক পৃথিবীর সংবাদপত্র পাঠক শুধু সাদামাটা খবর পড়ে সন্তুষ্ট নয় । তারা সংবাদের সমতল থেকে ঘটনার আরো গভীরে যেতে চায় । সমাজের ও রাষ্ট্রের নানা ধরনের অনিয়ম ও অসংগতি সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য ঘটনার গভীরে ঢুকে তথ্য বের করা সাংবাদিক ও সংবাদপত্রের দায়িত্ব । জনসাধারণকে তথ্য জানাতে হবে । কিন্তু তথ্য যখন সাবলীল নয় , সত্য যখন আড়াল করে রাখা হয় , তখনই প্রয়োজন হয় অনুসন্ধানের।
ব্রিটিশ লেখক
জর্জ অরওয়েল
যেমনটি বলেছেন,
“সাংবাদিকতা হলো এমন কিছু
প্রকাশ করা যা অন্য
কেউ প্রকাশ
করতে চাইবে
না। বাকি
সব কিছু
জনসংযোগ।” সাংবাদিকতার বেশিরভাগ
কাজে, এমনকি
প্রতিদিনের ব্রেকিং
নিউজের কাজেও
অনুসন্ধানের উপাদান
থাকে। কিন্তু
অনুসন্ধানী সাংবাদিকতা বলা যেতে
পারে এমন কোনো
কিছুকে, যেখানে
একটি নির্দিষ্ট বিষয়
নিয়ে লম্বা
সময় ধরে গভীর,
বিশ্লেষণধর্মী কাজ করা হয়। এই কাজে
কয়েক মাস বা বছরও
লাগতে পারে।
সংবাদপত্র জনগণের প্রহরী হিসেবে কাজ করে । জনগণের সার্বিক অব্যাহত রাখতে সহায়তা করে । তাই সংবাদপত্রের কাজ পর্যবেক্ষণ ,অনুসন্ধান এক্ষেত্রে কার্যকর হাতিয়ার । প্রশাসনকে সতর্ক করা , কেলেঙ্কারি ফাঁস করা , কোন বিষয় সম্পর্কে জাতিকে সতর্ক করা এবং মূল্যবোধের ওপর হুঁমকি মোকাবেলা করতে জনগণকে সহায়তা করার জন্য প্রয়োজন অনুসন্ধানী রিপোর্টিং । অনুসন্ধানী প্রতিবেদনে কোন ঘটনার পুরো অংশ অবশ্যই খতিয়ে দেখা হয় । এ ধরনের প্রতিবেদনে শুধু রিপোর্ট করা উদ্দেশ্য নয় । রিপোর্টারের মাধ্যমে একটা লক্ষ্য অর্জন করাও এর উদ্দেশ্য । কোন একটি বিষয় বা ঘটনার ভুল বা সত্যতা প্রমাণের জন্যই রিপোর্টার এক্ষেত্রে তথ্য অনুসন্ধান করেন। এ ধরনের প্রতিবেদনে ঘটনার কারণগুলোকে অনুসন্ধানের মাধ্যমে সংগ্রহ করে পাঠকের সামনে পেশ করা হয় । এবং অনুসন্ধানের ফলাফল তুলে ধরা হয় । এখানে ভাবাবেগের কোন স্থান নেই । এখানে শুধু স্থান পায় যুক্তি এবং প্রমাণ ।
অনুসন্ধানী সাংবাদিকতা কী
উদ্দেশ্যমূলকভাবে জনসাধারণের কাছ থেকে লুকিয়ে রাখা সত্য ঘটনাকে উদঘাটন করাই অনুসন্ধানী প্রতিবেদনের কাজ । যা কিছু মানুষের জন্য কল্যাণকর তার সত্য উদ্ঘাটন করাই অনুসন্ধানমূলক প্রতিবেদকের কাজ । এ ধরনের রিপোর্টিংয়ের সাহায্যে সমাজের বিভিন্ন ক্ষত সম্পর্কে বিস্তারিত জানা যায় ।
অন্যায় অত্যাচার, ক্ষমতার অপব্যবহার , দুর্নীতি , অর্থ আত্মসাৎ, স্বজনপ্রিতি, নিয়ম বহির্ভূত কাজ -এইসবই অনুসন্ধানমূলক প্রতিবেদনের বিষয় । সামাজিক-রাজনৈতিক, অর্থনৈতিক, সরকারি অফিস ইত্যাদি ক্ষেত্রে সব জায়গায় নানা ধরনের দুর্নীতি , ক্ষমতার অপব্যবহার সংগঠিত হয় । ফলে জনস্বার্থ বিঘ্নিত হয় । অনুসন্ধানী রিপোর্টিংয়ের উদ্দেশ্য হলো রাষ্ট্র ও সমাজের অসঙ্গতি ,অব্যবস্থা ,অস্বাভাবিকতার চিত্র জনসাধারণের সামনে তুলে ধরা ।
অনুসন্ধানী সাংবাদিকতার সংজ্ঞা
রিপোর্টিং অনুসন্ধানী রিপোর্টের ক্ষেত্রে সবচেয়ে পূর্ণাঙ্গ সংজ্ঞা বলা হয় যেটিকে সেটি দিয়েছেন Block এবং Miler তাদের
Investigating and In depth Reporting বইতে,
তাদের মতে ,
investigative reporting is the avenger of the wronged, illuminator of the
corrupt, exposure of the past, analyst of the present, harbinger of the future,
conscience of those governing, consciousness of the government
William
L Rivers এবং Paul Williams এর মতে,
investigative reporting is basically a process of digging information which are
concealed from the public eyes.
Twentieth-century
reporting, বইতে অনুসন্ধানী রিপের্টিং সম্পর্কে বলা হয়, Principle information source curtained to bring to
light is investigative reporting
সানফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক Leonard Sellar এর মতে, গোপন তথ্যের পেছনে ছোটাই অনুসন্ধানী রিপোর্টিং এর কাজ । সরকার বা কোন প্রতিষ্ঠান অনেক সময় জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য জনসাধারণকে জানাতে চায় না । অনুসন্ধানী রিপোর্টিং এর কাজ হচ্ছে সে সব উন্মোচন করা
No comments