'নবুয়াত' শব্দের অর্থ কী? (অনার্স পরিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়-২০১৯)

What is the meaning of the word ‘Nubuwat’?
উত্তরঃ- নবুয়ত নবা শব্দ হতে উৎপন্ন যাহার অর্থ সংবাদ দান  
নবুয়তশব্দের বাংলা অর্থ লেখা হয়েছে, “আল্লাহর পক্ষ থেকে ঐশী অনুপ্রেরণার মাধ্যমে অদৃশ্য বা ভবিষ্যৎ সম্পর্কে সংবাদ দেওয়া, আল্লাহতালা এবং তাঁর সাথে সংশ্লিষ্ট বিষয়াবলী সম্পর্কে তথ্য প্রদান করা, নবীর পদ প্রকাশ থাকে যে, ইহা নাবা থেকে নির্গত৯০৮ নং পৃষ্ঠায়নবীশব্দের বাংলা অর্থ লেখা হয়েছে, “নবী, রাসূল, আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহতালা এবং তাঁর সাথে সংশ্লিষ্ট বিষয়াবলী সম্পর্কে তথ্য প্রদানকারী, আল্লাহর পক্ষ থেকে ঐশী অনুপ্রেরণার মাধ্যমে অদৃশ্য বা ভবিষ্যৎ সম্পর্কে সংবাদ দানকারী তেমনি ইংরেজিতে নবীকে Prophet বলা হয় Prophet শব্দটি Prophecy বা Prophesy শব্দ থেকে এসেছে ** Prophecy শব্দটি Noun বা বিশেষ্য - যা অর্থ হচ্ছে, ভবিষ্যদ্বাণী এবং Prophesy শব্দটি Verb বা ক্রিয়া - যার অর্থ হচ্ছে, ভবিষ্যদ্বাণী করা ** তাই, Prophet শব্দের অর্থ হচ্ছে, (আল্লাহর মনোনিত) ভবিষ্যদ্বক্তা সুতরাং আম্বিয়ায়ে কেরাম (’আলাইহিমুস্ সালাম) হচ্ছেন, গায়েবের বা অতীন্দ্রিয় বিষয়ের সংবাদদাতা

No comments

Powered by Blogger.