'মুজিজা' শব্দের অর্থ কী? (অনার্স পরিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়-২০১৯)

What is meaning of the word ‘Mujiza’?
মুজিযা শব্দের আভিধানিক অর্থ অলৌকিক ঘটনা তবে মুজিযা শুধুমাত্র নবী-রাসূলদের মাধ্যমে ঘটিত অলৌকিক ঘটনাকে বলে আর নবী-রাসূল ব্যতীত কোন আল্লাহওয়ালা বা বুযুর্গ ব্যক্তির মাধ্যমে সংঘটিত অলৌকিক ঘটনাকে কারামত বলে
উত্তরঃ মুজিজা শব্দের অর্থ হল অলৌকিক ঘটনা বা অসম্ভব নিদর্শন।
পরিভাষিক অর্থে-
১।
জামহুল আলেমগণ বলেন, নবীগণ তাঁদের নবুয়তের দাবি প্রমাণ করতে যে সকল অলৌকিক কর্ম তথা নিদর্শন প্রদর্শন করেন সেগুলোকে মুজিজা বলা হয়।
২।
আল মুজামুল ওয়াসীত গ্রন্থকার বলেন,
هو امر خارق للعادة يظهره الله علي يد النبي تائيدا للنبوة. অর্থাৎ আল্লাহ কর্তৃক প্রকৃতি বিরুধী কোন কাজ নবীর মাধ্যমে প্রকাশ পাওয়া যা নবুয়তের সাহায্যার্থে প্রকাশ পায় তাই মুজিজা।
৩।
ইলমুল কালামের পরিভাষায়
هو امر خارق للعادة يظهر من النبي بعد النبوة.
অর্থাৎ নবুয়তপ্রাপ্তির পর নবী হতে যে সকল অস্বাভাবিক ঘটনা প্রকাশিত হয়, তাকে মুজিজা বলে।
# পবিত্র কুরআন ও হাদিসে মুজিজা শব্দটি ব্যবহার হয়নি, বরং মুজিজা বলতে ‘আলআয়াতু’ তথা চিহ্নকে বুঝানো হয়েছে। দলিল, পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে
১। ﻭَﺃَﻗْﺴَﻤُﻮﺍْ ﺑِﺎﻟﻠّﻪِ ﺟَﻬْﺪَ ﺃَﻳْﻤَﺎﻧِﻬِﻢْ ﻟَﺌِﻦ ﺟَﺎﺀﺗْﻬُﻢْ ﺁﻳَﺔٌ ﻟَّﻴُﺆْﻣِﻨُﻦَّ ﺑِﻬَﺎ ﻗُﻞْ ﺇِﻧَّﻤَﺎ ﺍﻵﻳَﺎﺕُ ﻋِﻨﺪَ ﺍﻟﻠّﻪِ ﻭَﻣَﺎ
ﻳُﺸْﻌِﺮُﻛُﻢْ ﺃَﻧَّﻬَﺎ ﺇِﺫَﺍ ﺟَﺎﺀﺕْ ﻻَ ﻳُﺆْﻣِﻨُﻮﻥَ
তারা জোর দিয়ে আল্লাহর কসম খায় যে, যদি তাদের কাছে কোন নিদর্শন আসে, তবে অবশ্যই তারা বিশ্বাস স্থাপন করবে। আপনি বলে দিনঃ নিদর্শনাবলী তো আল্লাহর কাছেই আছে। হে মুসলমানগণ, তোমাদেরকে কে বলল যে, যখন তাদের কাছে নিদর্শনাবলী আসবে, তখন তারা বিশ্বাস স্থাপন করবেই ? (আনয়াম ১০৯)।

No comments

Powered by Blogger.