খিদমতে খালক কি?

খিদমতে খালক কি?
What is Khidmat-e-Khalque?

খিদমতে খালক" শব্দের অর্থ সৃষ্টির সেবা
মানুষ মানুষের সেবা বা সৃষ্টির সেবার মাধ্যমে স্রষ্টার প্রিয় হতে পারে যে সৃষ্টির সেবা করবে, আল্লাহ নিজেই তার করুণা দ্বারা বান্দাকে আচ্ছাদন করে রাখবেন এজন্য সৃষ্টির সেবা বান্দার জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং মহৎ কাজ আর সৃষ্টির প্রতি দয়া বা অনুগ্রহের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার অনুগ্রহ প্রাপ্ত হয় হাদিস শরিফে এসেছে, ‘হজরত জারির ইবনে আব্দুল্লাহ (রা.) হতে বর্ণিত তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, আল্লাহ সে ব্যক্তির প্রতি অনুগ্রহ করেন না, যে মানুষের প্রতি অনুগ্রহ করে না

No comments

Powered by Blogger.