হজ্জের ফরজ কয়টি ও কি কি?

হজ্জের ফরজ কয়টি কি কি(অনার্স পরিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়-২০১৯)
How many Farj of Hajj and what are they?
হজ্জ্বের ফরজ তিনটি যথাঃ
ইহরাম বাঁধা,    
  উকূফে আরাফাহ (আরাফার ময়দানে অবস্থান করা),    
তাওয়াফে যিয়ারাত (চার চক্কর পরিমাণ)
ইহরাম বাঁধা অর্থাৎ হজ্বের নিয়ত করা  হে আল্লাহ! আমি হজ্ব উমরা এবং কাবাগৃহ তাওয়াফের জন্য নিয়ত করলাম তুমি তা কবুল কর
ইহরাম বাঁধার নিয়মঃ হজ্জ্ব ওমরাহর আমলগুলোর মধ্যে সর্বপ্রথম আমল হলো ইহরাম বাঁধা ইহরাম বাঁধার নিয়ম হলো- হজ্জ্ব অথবা ওমরাহর নিয়তে সেলাইকৃত কাপড় খুলে সেলাইবিহীন দুটি চাদর পরিধান করেতালবিয়াহ্পাঠ করা, শরিয়তের পরিভাষায় একেইইহরামবলা হয় ইহরাম বাঁধার উত্তম পদ্ধতি হলো-যখন ইহরাম বাঁধার ইচ্ছা করবে তখন প্রথমে গোসল অথবা অজু করবে, নখ কাটবে, বগল নাভীর নিচের চুল পরিষ্কার করবে এবং মাথা দাড়ি চিরুনি করে সর্ববিষয়ে পরিচ্ছন্নতা অর্জন করবে ইহরামের জন্য দুটি নতুন অথবা ধোলাই করা পরিষ্কার চাদর হওয়া সুন্নত একটি চাদর দিয়ে লুঙ্গি বানাবে অন্যটি দিয়ে চাদর বানাবে ইহরামের কাপড় পরিধান করার পর নামাজের মাকরুহ সময় না হলে মাথা ঢেকে দুই রাকাআত নফল নামাজ আদায় করা মুস্তাহাব নামাজ পড়ে মাথার কাপড় খুলে ফেলবে এবং যেই হজ্জ্বের ইচ্ছা করবে মনে মনে সেই হজ্জ্বের নিয়ত করে ইহরামেরতালবিয়াহ্পাঠ করবে
لَبَّيْكَ اللّهُمَّ لَبَّيْكْ، لَبَّيْكَ لا شَرِيْكَ لَكَ لَبَّيْكْ ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكْ ، لا شَرِيْكَ لَكْ
তালবিয়ার উচ্চারণঃ
লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা-শারীকালাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা, লাকা ওয়াল মুল্ লা-শারীকালাক

ওকূফে আরাফাহঃ  জিলহজ্ব মাসের তারিখ ফজরের পর থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করা
তাওয়াফে জিয়ারাতঃ  অর্থাৎ মক্কা শরীফ পৌঁছার পর সর্বপ্রথম কাজটি হলো চারবার কাবাগৃহটি প্রদক্ষিণ করা আবার হজ্জ্বের কাজ শেষ করে বাড়িতে ফিরার সময় সর্বশেষ কাজ হলো তিনবার কাবাগৃহ প্রদক্ষিণ করে রওনা হওয়া

No comments

Powered by Blogger.