সংবাদের মূল্য নির্ধারণী শর্তাবলী
সংবাদের মূল্য নির্ধারণ শর্তাবলী
সংবাদ কিসের উপর ভিত্তি করে রচিত হবে তাকে আমরা সংবাদমূল্য হিসেবে বলতে পারি। একে সংবাদের বিশেষত্বও বলা যায়।এক্ষেত্রে মোট ছয়টি মূল্য নির্ধারণী শর্তের কথা উল্লেখ করা যায়। এগুলো হলো;-
১.যথার্থতা
২.ভারসাম্য
৩.সংক্ষিপ্ততা
৪.স্বচ্ছতা
৫.বিশ্বাসযোগ্যতা
৬. নির্যাস
১.যথার্থতা
সংবাদ হবে যথার্থ। যথার্থ তথ্যের উপর ভিত্তি করে নির্ভুল তথ্যের সমন্বয়ে সংবাদ রচিত হবে। সংবাদের তথ্যগুলো অবশ্যই বাস্তব সম্মত। কোন ভাবেই পাঠকে ভুল তথ্য দেওয়া যাবেনা। এমনকি আংশিক তথ্যও না। কেননা আংশিক সত্য তথ্য পাঠকের মনে ভিন্ন ভাবনা তৈরী করতে সক্ষম।
২.ভারসাম্য
সংবাদে ভারসাম্যতা থাকা আবশ্যক। সংবাদে একপক্ষের তথ্য উপস্থাপন করা কোন ভাবেই কাম্য নয়। অভিযোগকারী ও অভিযুক্ত উভয়ের বক্তব্য নিয়েই সংবাদ রচনা করতে হবে। এতে করে রিপোর্টার দায়মুক্ত হয়ে যায়।
৩.সংক্ষিপ্ততা
কম শব্দে ছোট আকারে অধিক তথ্য দিতে পারাই একজন সাংবাদিকের সফলতা। কমগুরুত্বপূর্ণ কিংবা গুরুত্বহীন তথ্য না দিয়ে কেবল বেশি গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক তথ্য কম থাকলেও সংবাদের মান ঠিক থাকে।
৪.স্বচ্ছতা
সংবাদের স্বচ্ছতা জরুরী। সংবাদ হবে স্বচ্ছ। কোনরকম ধাধা ও সন্দেহ থাকা বাদ দিতে হবে। সংবাদ হবে নির্ঝঞ্ঝাট।
৫.বিশ্বাসযোগ্যতা
সংবাদে বিশ্বাসযোগ্যতা আবশ্যক। সংবাদ অবশ্যই বিশ্বাসযোগ্য হবে। ভুল বা আংশিক সত্য তথ্য দিলে ঐ সংবাদ ও সংবাদমাধ্যমের উপর থেকে পাঠকের বিশ্বাস নষ্ট হয়ে যায়।
৬. নির্যাস
সংবাদ হবে নির্যাসমূলক। সংবাদ হবে পুরো ঘটনার সারনির্যাস । ঘটনার শুরুর অংশ দিয়ে সংবাদ তৈরী করা চলবে না। কিংবা শেষ অংশের বর্ণনা দিয়েও সংবাদ তৈরী করা যাবেনা। বরং পুরো ঘটনার বর্ণনা ও কারণ এবং ফলাফল নিয়ে সংবাদ রচনা করতে হবে।সর্বোপরি, সংবাদ হবে বস্তুনিষ্ঠ। কাটসাট তথ্যে, সত্যের সমন্বয়ে সংবাদ রচিত করতে হবে
উপরে আলোচিত সংবাদমূল্য গুলো সংবাদের বৈশিষ্টও বলা যায়। এসব সংবাদ মূল্য নির্ধারণের কিছু উপাদান আছে।
সেগুলো নিচে আলোচনা করা হলো-
১. সংবাদের তাৎক্ষনিকতা থাকা আবশ্যক। বর্তমানে অনলাইন সংবাদের যুগে এর গুরুত্ব আরো বেশি। যত দ্রুত সংবাদ দেয়া যায় ততই ভাল।
২. মানুষের কাছাকাছি ঘটনাকে প্রাধান্য দিতে হবে। মনস্তাত্ত্বিক ও ভৌগলিক উভয় ধরনের নৈকট্যই এখানে জরুরি।
৩. যে সংবাদে দ্বন্ধ ও সংবাদের তথ্য আছে সেটা মানুষ বেশি পড়তে চায়। এতে মানুষের আগ্রহ বেশি থাকে।
৪. তাৎপর্য দেখে সংবাদ নির্ধারণ করতে হয়। সব ঘটনার গুরুত্ব একরকম নয়।৫. প্রখ্যাত ও প্রসিদ্ধ স্থান বা ব্যক্তি সংশ্লিষ্ট সংবাদের মূল্য বেশি থাকে।
৬. কোন ব্যক্তি বা সংগঠনের অগ্রগতি সংবাদের মূল্য বাড়িয়ে দেয়।
৭. সংবাদের মানবিক আবেদন থাকলে তার মূল্য বেড়ে যায়। মানুষ সংবাদের নিজের উপস্থিতি পেলে তা বেশি পড়তে চায়।
৮. রহস্যজনক কোন বিষয়ে সংবাদেরও যথেষ্ট সংবাদমূল্য আছে।
৯. অর্থ, নারী ও যৌনতা সম্পর্কিত সংবাদও মানুষ বেশি পড়ে থাকে।
১০.নতুন কোন আবিষ্কার ও উদ্ভাবন নিয়ে সংবাদের গুরুত্ব অনেক।
তথ্যসূত্র :
1. News Reporting and Writing – Melvin
Mencher
2. রিপোর্টিং – শুধাংশু শেখর রায়
3. সাংবাদিকতার ধারণা ও কৌশল – অলিউর রহমান
No comments