সাংবাদিকতার পরিভাষা

সাংবাদিকতার পরিভাষা -১

সাংবাদিকতার পরিভাষা :

Ad – বিজ্ঞাপন। 
Add – মূল সংবাদের সাথে বাড়তি কোন অংশ যোগ করা। 
Advance – ভবিষ্যতে কোন বড় ধরনের ঘটনা ঘটতে পারে সে সংক্রান্ত আগাম রিপোর্ট।

 Angle – সংবাদ কাহিনীর বিভিন্ন দিকসমূহ। 

Assignment -পত্রিকার রিপোর্টারদের জন্য প্রদত্ত নির্দিষ্ট কাজের দায়িত্বকে অ্যাসাইনমেন্ট বলে।
Bank- কোন শিরোনামের নিচের ভাগকে ব্যাংক বলে। 
Banner- সারা পৃষ্ঠা জুড়ে মোটা হরফে সজ্জিত শিরোনামকে ব্যানার বলে।
Beat- একজন রিপোর্টার যখন কোন সুনির্দিষ্ট এলাকা বা বিষয়ের ওপর সংবাদ সংগ্রহ করেন তাকে বীট বলে।
Blanket -মুদ্রণযন্ত্রের একটি অংশের নাম।
Blowup – কোন ছবিকে বড় করাকে ব্লোআপ বলে।
Bulletinশেষ মুহূর্তের কোন তাৎপর্যপূর্ণ সংবাদ। 
Caps – ইংরেজি পত্রিকার ক্ষেত্রে Capitals -এর সংক্ষিপ্তাকার।
Credit line -সংবাদ আসে বিভিন্ন উৎস থেকে। সংবাদ কাহিনীতে সেই উৎসের নাম উল্লেখ করাকে ক্রেডিট লাইন বলে।
Cub – সাংবাদিকতা পেশায় একেবারে নবীন শিক্ষার্থী। 
Cut – পুরানো পদ্ধতিতে তৈরি ছবিকে কাট বলে।
Cropping – সংবাদপত্রের ছবিকে কাটছাঁট করে প্রয়োজন অনুযায়ী ছোট বড় করাকে ক্রপিং বলে।
Data bank – কম্পিউটার স্টোরে রক্ষিত তথ্য বা উপাত্তের সংগ্রহশালাকে ডাটা ব্যাংক বলে।
Deck – মূল শিরোনামের সহায়ক ওপরের অংশ।
Dot – হাফটোন প্লেটে ছবি পুনরুৎপাদনের জন্য ব্যবহৃত যে ফোঁটা বা উপাদান।
Face – সংবাদপত্রে ব্যবহার্য মুদ্রাক্ষরের আকৃতি।
Feature – মানবিক আবেদন সৃষ্টিকারী বিবরণী।
Flag – প্রথম পৃষ্ঠায় ব্যবহৃত সংবাদপত্রের নাম।
Jargon – অপরিচিত শব্দ দিয়ে বাক্য বলার ধরণকে জার্গন বলে।
Lead – কোন পত্রিকায় প্রকাশিত কোন দিনের প্রধান সংবাদ কাহিনী।
Leader – সংবাদপত্রের প্রধান সম্পাদকীয় কে লীডার বলে।
Leaderette – সংবাদপত্রের দ্বিতীয় সম্পাদকীয়কে লীডারেট বলে।
Legman – যে ব্যক্তি সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত থাকেন মাত্র, লেখেন না,তিনি লেগম্যান হিসেবে পরিচিত।
Morgue – সংবাদপত্র অফিসের বিভিন্ন রেফারেন্স ফাইল অন্যান্য তথ্য রাখার স্থানকে মর্গ বলে।
Pix – ছবি বা পিকচারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে পিক্স।
Snap – খুব সংক্ষিপ্তাকার সংবাদবার্তাকে স্ন্যাপ বলে

No comments

Powered by Blogger.