'আশারায়ে মুবাশশারা' কারা? (অনার্স পরিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়-২০১৯)

Who were the ‘Ashara-e-Mubashshara’?
আশারায়ে মুবাশশারাহ কি ও কারা?
ফার্সীতে আশারায়ে মুবাশশারাহ বলা হয়। আরবীতে বলা হয় আশারাতুম মুবাশশারাহ। আশারাহ অর্থ দশ, আর মুবাশশারাহ অর্থ সুসংবাদপ্রাপ্ত। অর্থাৎ দশজন বেহেশতের সুসংবাদপ্রাপ্ত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়।
আল্লাহ পাক উনার পক্ষ থেকে হযরত জিররীল আলাইহিস সালাম উনার মাধ্যমে ওহী মারফত নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দশজন ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে একইসাথে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন উনারাই
আশারায়ে মুবাশশারাহ হিসেবে পরিচিত। উনারা হলেন-
১. হযরত আবূ বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।
২. হযরত উমর ফারূক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।
৩. হযরত উছমান যুন নূরাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।
৪. হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।
৫. হযরত তলহা বিন উবায়দিল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।
৬. হযরত যুবাইর বিন আওওয়াম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।
৭. হযরত সাদ বিন আবী ওয়াক্কাছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।
৮. হযরত সাঈদ বিন যায়িদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।
৯. হযরত আব্দুর রহমান বিন আউফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।
১০. হযরত আবূ উবায়দা ইবনুল জাররাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।
স্মরণীয় যে, আশারায়ে মুবাশশারাহ ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সর্বাধিক ফযীলতপ্রাপ্ত ছাহাবী হিসেবে গণ্য। উনাদের সম্পর্কে সকলের জানা উচিত। উনাদের সম্পর্কে বিস্তারিত জানতে হলে গবেষণা কেন্দ্র মুহম্মদিয়া জামিয়া শরীফ থেকে প্রকাশিত কিতাবুল আলক্বাব তৃতীয় খ- সংগ্রহ করুন।

No comments

Powered by Blogger.