'শাফায়াত' কী? (অনার্স পরিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়-২০১৯)
'শাফায়াত' কী? (অনার্স পরিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়-২০১৯)
What is ‘Shafa’at’?
উত্তরঃ
‘শাফায়াত’ শব্দের অর্থ সুপারিশ করা,মিলিয়ে নেয়া, নিজের সাথে একত্রিত করে নেয়া।
শরীয়তের পরিভাষায় কল্যাণ লাভ অথবা অকল্যাণ প্রতিহত করার আশায় অপরের জন্য মধ্যস্ততা
করাকে শাফায়াত বলে।
শাফায়াত
বলতে ইসলামী পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তায়ালার নিকট নবি-রাসুলগনের সুপারিশ
করাকে বোঝায়। হাশরের ময়দানে মহান আল্লাহর কাছে নবি-রাসুলরা শাফায়াত করবে।
No comments