সালাত শব্দটি কয়টি অর্থে ব্যবহৃত হয়?

সালাত শব্দটি কয়টি অর্থে ব্যবহৃত হয়? (অনার্স পরিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়-২০১৯)
How many meanings are there in the word Salat?
উত্তর: সালাত শব্দের মূল অর্থ দোয়া করা। যেমন সুরা তাওবাহর ১০৩ নং আয়াতে সালাত শব্দটি দোয়া করা অর্থে ব্যবহৃত হয়েছে।
কিন্তু ইসলামি শরিয়তের পরিভাষায় সালাত শব্দটির অর্ধ নির্ধারিত পদ্ধতির ইবাদত, যাকে আমরা নামাজ বলে চিনি।

"সালাত" -এর আভিধানিক অর্থ দোয়া, রহমত, ক্ষমা প্রার্থনা করা ইত্যাদি। পারিভাষিক অর্থ: ‘শরী‘আত নির্দেশিত ক্রিয়া-পদ্ধতির মাধ্যমে আল্লাহর নিকটে বান্দার ক্ষমা ভিক্ষা ও প্রার্থনা নিবেদনের শ্রেষ্ঠতম ইবাদতকে ‘সালাত’ বলা হয়, যা তাকবীরে তাহরীমা দ্বারা শুরু হয় ও সালাম দ্বারা শেষ হয়

No comments

Powered by Blogger.