স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (অনার্স পরিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়-২০১৯)
(ক) পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে?
Where the river padma merged with the river meghna?
ক. গোয়ালন্দ
খ. চাঁদপুর
গ. ভৈরব
ঘ. নরসিংদী
(খ) বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কী?
What is the name of the oldest specimen of Bangla Language?
উ. চর্যাপদ
বাংলা ভাষার আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। চর্যাপদ হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের দোহা বা স্তুতিমুলক গান/গাথা
(গ) ঐতিহাসিক 'লাহোর প্রস্তাব' উত্থাপিত হয় কত সালে?
When was the historical Lahore Resolution Presented?
1. ক.১৩ ফেব্রুয়ারী ১৯৪০
2. খ.১৩ মার্চ ১৯৪০
3. গ.২৩ মার্চ ১৯৪০
4. ঘ.২৩ মার্চ ১৯৪২
(ঘ) অখন্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন?
Who proposed for the creation of undivided independent Bengal?
উ : . মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ।
(ঙ) আওয়ামী মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?
When the Awami Muslim League was established?
উ: ২৩ জুন ১৯৪৯ খ্রিস্টাব্দে
(চ) কার
নেতৃত্বে "তমদ্দুন মজলিশ" গঠিত হয়?
Under whose leadership Tamuddin Mazlish was formed?
ক. আবুল মনসুর খ.ড.
মুহম্মদ শহীদুলাহ
গ. আবুল কাশেম ঘ. শেরেবাংলা এ কে ফজলুল হক
গ. আবুল কাশেম ঘ. শেরেবাংলা এ কে ফজলুল হক
(ছ) PODO এর পূর্ণরূপ লেখ।
Write down the full form of PODO.
উ : Planning Official Development
Officers.
(জ) ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল?
What was the symbol of united front of
Provincial assembly election in 1954?
1.
ক.ধানের শীষ
2.
খ.নৌকা
3.
গ.লাঙ্গল
4.
ঘ.বাইসাইকেল
(ঝ) শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু" উপাধিতে কবে
ভূষিত করা হয়?
When was the title ‘Bangabandhu’ Conferred on
Sheikh Mujibur Rahman?
উ: ২৩ ফেব্রুয়ারী ১৯৬৯ সালে ১৯৬৯সালে। তোফায়েল আহমেদ। রেসকোর্স ময়দানে।
(ঞ) ১৯৭১ সালের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
Who was the
President of the provisional Government in 1971?
উ: সৈয়দ নজরুল ইসলাম । তিনি ছিলেন বাংলাদেশের
প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি। ১৭ এপ্রিল থেকে ১০ জানুয়ারি ১৯৭২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের
অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
(ট) বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
In which date did Bangabandhu return homeland?
উ: ১০ জানুয়ারি
১৯৭২ সালে বেলা ১টা ৪১ মিনিটে
সদ্য
স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।
(ঠ) বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে?
When did Bangladesh get the membership of the U.N.O?
উ: ১৭ সেপ্টেম্বর ১৯৭৪।
আরো আপডেট পোস্ট চাই। অনেক ভাল লাগলো আপনার ব্লগটি।
ReplyDeletewww.OSC24.blogspot.com