সালাতের সংজ্ঞা দাও। ব্যক্তি ও সমাজ জীবনে সালাতের গুরুত্ব আলোচনা কর। (অনার্স পরিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়-২০১৯)

Define prayer. Discuss the importance of prayer in the lives of individuals and society.
মুসলিম সমাজে নামাজ আদায় করা অপরিহার্য কর্তব্য প্রত্যেক মুসলমানের উপর দিবা রাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ যে মুসলমান ইচ্ছায় বা অনিচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে তাকে আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি ভোগ করতে হবে তাই ব্যক্তি সমাজ জীবনে নামাজের শিক্ষা, গুরুত্ব, তাৎপর্য অপরিসীম নামাজ আদায়ের ব্যাপারে মহাগ্রন্থ আল-কোরআনে বিরাশিবার নির্দেশ দেয়া হয়েছে বিশ্ব নবী (সা.) অসংখ্যবার নামাজের গুরুত্ব তাৎপযের্র কথা বর্ণনা করেছেন

সালাতের সংজ্ঞা
সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দরূদ বা শুভ কামনা করা, তাসবিহ বা পবিত্রতা বর্ণনা, রহমত বা দয়া, করুণা কামনা করা, ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা তাছাড়া কথা স্থান, কাল পাত্র ভেদে সালাত বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে
সালাতের পারিভাষিক অর্থ হচ্ছে- ‘নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট ইবাদত আদায় করার নাম সালাত মোট কথা, যে যেভাবেই বর্ণনা করি না কেন নির্দিষ্ট পদ্ধতিতে ইবাদত করার নাম সালাত
ব্যক্তি ও সমাজ জীবনে সালাতের গুরুত্ব
আল্লাহ মানুষকে তার এবাদতের জন্যেই সৃষ্টি করেছেন শুধু মানুষ নয় ; মানুষ জ্বীন-উভয় জাতিকে আল্লাহ তার এবাদত তথা তার দাসত্বের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ বলেন-
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ (الذاريات :56)
অর্থাৎ আমি মানব জ্বীন জাতিকে একমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি
ফলে তিনি মানুষের জন্য কিছু দৈহিক, আত্মিক আর্থিক এবাদতের প্রচলন করেছেন
দৈহিক এবাদতের মাঝে বিশেষ গুরুত্বপূর্ণ মহান এবাদত হল সালাত সালাত এমন একটি এবাদত যাকে আল্লাহ তার মাঝে এবং তার বান্দার মাঝে সম্পর্ক স্থাপনের মাধ্যম সাব্যস্ত করেছেন
সালাত মোমিনের অন্তর মনুষত্বকে শক্তিশালী করতে সহযোগিতা করে এবং তাকে কল্যাণকর কাজে উৎসাহ জোগায় খারাপ কাজ হতে বিরত থাকার জন্য শক্তি জোগায় এছাড়া সালাত অন্তরে আল্লাহর ধ্যানকে বদ্ধমূল করে এবং ওয়াক্ত সংরক্ষণের প্রতিশ্রুতি পূরণে সমর্থন দেয় এবং প্রবৃত্তির চাহিদা আলস্যকে পরাজিত করে
সালাতের মাধ্যমে একজন মানুষ আল্লাহর সাথে দেয়া প্রতিশ্রুতির বার বার প্রতিফলন ঘটায় সে তার প্রভু বা স্রষ্টাকে বুঝাতে সক্ষম হয় যে, সে তার প্রতিশ্রুতি পালন করে যাচ্ছে সালাতের মাধ্যমেই মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহর সাথে মানুষের সম্পর্কের বন্ধন সুদৃঢ় মজবুত হয় ইহকাল পরকালের মুক্তির পথ কংটকমুক্ত হয় সালাত ব্যক্তি, পরিবার, সামাজিক রাষ্ট্রীয় জীবনে শান্তি, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব মমতাবোধ ফিরিয়ে আনে গড়ে উঠে সামাজিক ঐক্য সালাতের মাধ্যমে ছগীরা তথা ছোট ছোট গুনাহগুলো হতে পরিত্রাণ লাভ করে এবং দুনিয়া আখেরাতের কল্যাণ লাভ হয়
সর্বশেষে কথাই বলতে চাই, ব্যক্তি জীবনে মুক্তির জন্য নামাজের গুরুত্ব অপরিসীম আমরা বাস্তব জীবনে যে যা কিছু করি না কেন পরকালীন শান্তির জন্য নামাজ আদায় করতে হবে নামাজ ব্যাপারে হাদীস কোরআনে অনেক বর্ণনা রয়েছে সেসব বিষয় ছোট আলোচনায় টেনে আনা সম্ভব নয় তাই ব্যক্তি সমাজ জীবনে নামাজের শিক্ষাগ্রহণ করা উচিৎ বলে মনে করি

No comments

Powered by Blogger.